রংপুর প্রতিবেদক।- মুজিববর্ষ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর শাখার উদ্যোগে ‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ স্লোগানকে সামনে রেখে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে রংপুর মহানগরীর আমাশু কুকরুলে সামাজিক দূরত্ব বজায় রেখে আরডি প্রকল্পের সদস্যদের মধ্যে গাছের বারা বিতরণ করেন ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর শাখার প্রধান মোঃ রেজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর মোছাঃ হাফিজা খাতুন। উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রকল্প কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম, মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ। এসময় মুজিব বর্ষ উপলক্ষে এক কোটি গাছ লাগানোতে সহযোগিতা করতে সদস্যদেও মাঝে গাছ বিতরণ ও সবাইকে দুটি করে গাঠ লাগানোর পরামর্শ দেয়া হয়।
Leave a Reply