রংপুর প্রতিবেদক।- দেশের সকল নদী মোহনার ক্যাপিটাল ড্রেজিং, জেলেদের সংখ্যা নির্ধারণ, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, সংগঠনের নামে বরাদ্দ, ভিজিএফের দুর্নীতি বন্ধ ও প্রত্যেক জেলের নামে ১০ লক্ষ টাকার জীবন বীমা চালুসহ ছয় দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি বুধবার দুপুরে নগরীর কাচারী বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সমিতির জেলা সভাপতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক নজরুল হকসহ নেতৃবৃন্দ। পরে
বুধবার দুপুরে রংপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক আসিব আহসানের হাতে স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply