নিজস্ব প্রতিবেদক।- সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ১৭/১০/২০২০ইং তারিখে রংপুরে “ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ”-এর ব্যানারে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি মহানগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া, ছাত্র ফ্রন্ট রংপুর মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরা, ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) রংপুর মহানগরের আহবায়ক সাজু রায় প্রমুখ। সমাবেশে বক্তারা সারাদেশে সংগঠিত নারী ধর্ষণ ও নির্যাতনের বিচারের জোর দাবি জানান। সেইসাথে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ঢাকা- নোয়াখালী লংমার্চে পুলিশ – ছাত্রলীগ-যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
Leave a Reply