মমিনুল ইসলাম রিপন, রংপুর।- রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুস্থ খেলোয়ার ও তাদের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর ক্রিকেট গার্ডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রিড়া সংস্থার সভাপতি কেএম তারিকুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসিব আহসান, উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ্যাড. আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি নুর শাহিন ইসলাম লাল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান, কোষাধক্ষ্য খন্দকার আব্দুল মজিদ হিরু, নির্বাহী সদস্য রফিকুল আলম, সুভরঞ্জন দেব বাবলু, নাসিম বাবু, রুবায়েদ হোসেন খান, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি প্রমুখ।
Leave a Reply