রংপুর থেকে হারুন উর রশিদ।- দেশব্যাপী আবৃত্তি আয়োজনের অংশ হিসাবে রংপুর বিভাগীয় আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রংপুর টাউন হলে এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ। এর আগে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে টাউন হলে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, বাংলাদেশ বেতার রংপুরের সাবেক উপ-পরিচালক মনোয়ারা বেগম, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ রংপুরের সদস্য সচিব জিন্নাতুন নাহার, সংগঠক রেজিনা সাফরিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি উৎসব উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর শাহ আলম। এই উৎসবে রংপুর বিভাগের আট জেলার আবৃত্তি শিল্পীরা অংশ গ্রহণ করেন।
Leave a Reply