বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ পূর্বাহ্ন

রংপুরে মাদক সেবনের অপরাধে আটক ছয়জন: ত্রিশ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১৪৩ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর নগরীতে মাদকদ্রব্য সেবনের অপরাধে ছয় যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে নগরীর তাজহাট থানাধীন মর্ডাণ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানের সময় মাদক সেবন অবস্থায় ছয়জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরীর তাজহাট আলহাজ্ব নগর এলাকার মজিবর রহমানের ছেলে মইনুল হাসান মামুন (২৫), দর্শনা সূত্রাপুরের মৃত মাহাবুল আলমের ছেলে গোলাম রব্বানী (৩৩), একই এলাকার আকবর আলীর ছেলে আমিনুল ইসলাম সোহাগ (২২), তাজহাট আদর্শপাড়ার দিলীপ চন্দ্র রায়ের ছেলে বিনোদ চন্দ্র রায় (২৬), স্টেশন রোড এলাকার মৃত নূর ইসলাম নুরুর ছেলে নুরুল হক মিলন ওরফে হিজড়া মিলন (৩৪) ও নূরপুর উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে আসাদুজ্জামান অনিক (২৭)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, মঙ্গলবার সকালে তাজহাট থানা পুলিশের সহযোগিতায় নগরীর মডার্ণ মোড় এলাকায় মাদক বিরোধি অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য সেবনকালে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ হাজার করে জরিমানা অনাদায়ে তিন মাসের করাদন্ড প্রদান করা হয়। আটক হওয়া মাদকসেবিদের কাছ হতে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com