রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুরের মিঠাপুকুরের বুজুর্গ সন্তোষপুর গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর লাশ মেঝেতে পুতে রেখে গুম করার চেষ্টার ঘটনায় মূল হোতা বেকারি শ্রমিক রাজা মিয়াকে (২০) গ্রেফতারের দাবিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন কয়েক শ’ গ্রামবাসী। ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ শহিদুল ইসলাম, ব্যবসায়ী জুলহাস আবেদীন রেইন, শিক্ষার্থী উজ্জল আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ঘটনার আট দিন পরেও ধর্ষণকারী রাজা মিয়াকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ কারণে আমরা গ্রামবাসীরা শঙ্কিত। তারা অবিলম্বে ধর্ষণকারী রাজা মিয়াকে গ্রেফতারের দাবি জানান। নইলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
প্রসঙ্গত: গত ২৬ মে দুপুরে মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে বিস্কুট আনতে গিয়ে নিখোঁজ হন ওই এলাকার রবিউল ইসলামের তৃতীয় শ্রেণী পড়ুয়া মেয়ে রহিমা খাতুন। পরের দিন ২৭ মে মামাতো ভাই রাজা মিয়ার ঘরের মেঝের মাটির গর্ত খুড়ে পুতে রাখা লাশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পুলিশ। রাজা মিয়া নানির বাড়িতে থাকতেন। ওই দিনই নিজের ৫ হাজার টাকার সাইকেল ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করে রাতেই পালিয়ে যান রাজা মিয়া। গ্রেফতার করা হয় রাজা মিয়ার নানি হালিমা খাতুনকে। রাজা মিয়া সম্পর্কে রহিমা খাতুনের মামাতো ভাই।এ ব্যাপারে রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো: কামরুজ্জামান জানান, আমরা রাজা মিয়াকে গ্রেফতারের চেষ্টা করছি।
Leave a Reply