রংপুর প্রতিনিধি।- রংপুরের গঙ্গাচড়া উপজেলার পল্লীতে স্ত্রীর সাথে অভিমানে জুয়েল (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান কুঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জুয়েলের সাথে তার স্ত্রী আফরোজা বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। মনোমালিন্যর জেরে আফরোজা বুধবার সকালে পিতার বাড়িতে চলে যায়। এ ক্ষোভে ওই দিন সন্ধ্যায় নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে জুয়েল।
গঙ্গাচড়া মডেল থানার এসআই কিবরিয়া জানান, আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে।
Leave a Reply