রংপুর প্রতিনিধি।- রংপুরে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী।এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্কাউটের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর ১৮টি নির্দেশনা প্রতিপালনে আমরা কাজ করে যাচ্ছি। কোন ব্যক্তি যেন মাস্ক ছাড়া বাড়ি থেকে বের না হয় সেজন্য সচেতন করছি। যারা মাস্ক ছাড়া ঘোরাফেরা করছে তাদের জরিমানা করা হচ্ছে।
Leave a Reply