রংপুর থেকে সোহেল রশিদ।- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর গাড়ি বহরে হামলা ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে রংপুর মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন সুমন, যুগ্ম আহবায়ক রাজিব চৌধুরী, সদস্য সচিব নুর হাসান সুমন প্রমুখ।
এদিকে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৃথক কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম প্রমুখ।
এসময় মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী স্বৈরাচারী সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসরেরা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ চালিয়ে যেতে হবে। তাহলেই দেশের মানুষের নিরাপত্তা, প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বক্তরা দিদার হত্যায় জড়িতদের গ্রেফতারসহ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান
Leave a Reply