রংপুর প্রতিবেদক।- রংপুর মহানগরীকে জলাবদ্ধতামুক্ত এবং শ্যামা সুন্দরী ও কেডি খাল খননের দাবিতে সোমবার মানববন্ধন কেরেছে রংপুর মহানগর উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন।
দুপুরে মহানগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেনি পেশার কয়েকশ মানুষ। ফোরাম সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মাববন্ধনে বক্তারা বলেন, শ্যামাসুন্দরী ও কেডি খাল দখলমুক্ত সংস্কার ও পরিকল্পিতভাবে ব্যবহার করতে রংপুরের প্রশাসন ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। যার পরিনামে নজীরবিহীন জলাবদ্ধতায় পড়তে হয়েছে নগরবাসিকে। অবিলম্বে কার্যকর উদ্যোগ নেয়া না হলে ভয়ংকর পরিনতিতে পড়তে হবে। এছাড়াও বক্তারা খাল দুটি সংস্কারে সরকারের দ্রæত বাজেট বরাদ্দের দাবি জানান।
Leave a Reply