নিজস্ব প্রতিবেদক।- বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রংপুর টাউন হলে এ সভা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ মো: আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম প্রমুখ। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, রংপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply