শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

রংপুর রেঞ্জের অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৮৮ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর সভাপতিত্বে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর রেঞ্জে কর্মরত সকল স্থরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০২১ সালের এপ্রিল মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করে পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়।  বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে এপ্রিল মাসে লালমনিরহাট জেলার এ-সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল নির্বাচিত হন। শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ আকতার হোসেন, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে লালমনিরহাট সদর থানার এসআই মোঃ আজমীর হোসেন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর থানার এসআই মোঃ মোস্তাফিজার রহমান, শ্রেষ্ঠ এএসআই হিসেবে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার এএসআই মোঃ সেলিম আহম্মেদ, শ্রেষ্ঠ থানা হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক একেএম মেহেদী হাসান, শ্রেষ্ঠ জেলা হিসেবে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, হত্যার চেষ্টায় হাত কর্তন মামলার রহস্য উদ্ঘাটনের জন্য কুড়িগ্রাম জেলার এ-সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, অপরহণসহ ক্লুলেস খুন মামলার আসামী গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার ও মামলার রহস্য উদ্ঘাটনের জন্য লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, দস্যুতা মামলার লুন্ঠিত মালামাল উদ্ধারসহ আসামী গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনের জন্য পঞ্চগড় ডিবি’র পুলিশ পরিদর্শক মোঃ আঃ রাজ্জাক, ক্লুলেস খুন মামলার আসামী গ্রেফতারসহ রহস্য উদ্ঘাটনের জন্য রংপুর ডিবি’র এসআই মোঃ আবু হোসেন, এসআই মোঃ মনিরুজ্জামান ও নীলফামারী সদর থানার এসআই মোঃ আঃ ওয়াহেদগণ বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com