রংপুর প্রতিবেদক।- রংপুর সদর উপজেলার তিন ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রাথীরা হলেন, হরিদেবপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একরামুল হক, চন্দনপাটে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বর্তমান চেয়ারম্যান আমিনুর রহমান ও সদ্যপুষ্কনী তে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকছেদুর রহমান দুলু।
অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীরা হলেন, হরিদেবপুরে জাতীয় পার্টির নেতা শিল্পপতি মফিজুল ইসলাম জর্দ্দা, চন্দনপাটে জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক রুহুল আমিন লিটন ও সদ্যপুস্কুনীতে জাতীয় পার্টির নেতা ফজলুল হক।
সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুষ্কনী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দল জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের নিজ নিজ দলের প্রার্থীর অনুমোদন করেন।
Leave a Reply