রংপুর প্রতিনিধি।- রংপুরে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শতাব্দী প্রাচীন রঙ্গপুর সাহিত্য পরিষদের আয়োজনে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। গত৪ ডিসেম্বর/২১খ্রিঃ শনিবার সকালে রংপুর টাউন হলের অডিটোরিয়ামে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে পরিষদের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোটের বিচারপতি এম ইনায়েতুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রঙ্গপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, একুশে পদক প্রাপ্ত ফটো সাংবাদিক পাভেল রহমান। অনুষ্ঠানে সার্বিক পরিচালানয় ছিলেন রঙ্গপুর সাহিত্য পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এড. জোবায়দুল ইসলাম, সদস্য রশিদুস সুলতান বাবলু, সরোয়ার জামিলসহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে আলোকচিত্র প্রদর্শনী ও কৃতিজনদের সন্মাননা পুরস্কার তুলেন দেন প্রধান অতিথি।
Leave a Reply