মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

রাজনৈতিক দলগুলো হারিয়ে যাচ্ছে – জি এম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২০৩ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২৫ ডিসেম্বর শনিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলো হারিয়ে যাচ্ছে।তিনি বলেছেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা রাজনীতির বিকল্প শক্তি হতে পারেনি। রাজনীতির মাঠে দাঁড়াতে পারেনি ডক্টর কামাল হোসেনের দলও। তিনি বলেন, বিএনপি রাজনীতিতে দাঁড়াতে পারছে না এ অবস্থায় কেউ বিএনপিতে যোগ দিতে চাচ্ছে না। তিনি বলেছেন এমন পরিস্থিতিতে দেশের মানুষের সামনে জাতীয় পার্টি একমাত্র বিকল্প শক্তি। তিনি বলেন তাই জাতীয় পাটি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ।এ দিন চট্টগ্রাম মহানগরী জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর, রেজাউল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, চট্টগ্রাম মহানগর জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক সুলতানা রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com