বিরামপুর (দিনাজপুর) থেকে মো: আবু সাঈদ।- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে নারী মুক্ত কন্ঠ সমাজ কল্যাণ সংস্থার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর/২২ খ্রি: শনিবার বিকেলে উপজেলার রানীগঞ্জ কাশিগাড়ী নারী মুক্ত সংস্থার নিজস্ব অফিস চত্বরে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কোহিনুর আক্তার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক বজ্রকথা সংবাদ পত্রের সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, সিংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, রানীগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মাহবুব আলম প্রমুখ।
অনুষ্ঠানে নারী মুক্ত কন্ঠ সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ,সুধী, রাজনীতিক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ফিরোজ কবির।
অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে নারী মুক্ত কন্ঠ সমাজ কল্যাণ সংস্থার শুভ উদ্বোধন ঘোষণা করেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির।শেষে উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়
Leave a Reply