শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

রোজিনা ইসলামের মুক্তিসহ সাংবাদিকদের ওপর হামলা-মামলার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২১১ বার পঠিত

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।- সচিবালয়ে প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদসহ সারাদেশে চলমান সাংবাদিকদের ওপর হামলা-মামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার ফুলবাড়ী পৌরশহরের কাটাবাড়ীস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের সম্মুখ সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। মানববন্ধন চলাকালিন আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। এতে সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান অন্যতম কার্যনির্বাহী সদস্য চন্দ্রনাথ গুপ্ত, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল কাইয়ুম, জ্যেষ্ঠ সহ সভাপতি হারুনুর রশিদ, সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, কার্যনির্বাহী সদস্য আশরাফ পারভেজ, আল মামুন, সদস্য মকছেদুল সরকার মুকুল, মোস্তাক আহমেদ, শহিদুল ইসলাম পরেশ গুপ্ত, জাহাঙ্গীর হোসেন, মোকাররম হোসেন প্রমুখ।

শেষে এক প্রতিবাদ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com