রংপুর প্রতিনিধি।- ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ঢাকা-নোয়াখালী অভিমুখে লংমার্চে ফেনীতে ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
সোমবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সিটি বাজার ঘুরে আবারও প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আবু সালেহ মো: সিহাব, ছাত্রফন্টের সভাপতি যুগেশ ত্রিপুরা, ছাত্রফন্ট (মার্কসবাদী) আহবায়ক সাজু রায় প্রমুখ।
এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্রফন্ট ও ছাত্রফন্ট (মাকর্সবাদী)সহ প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
Leave a Reply