আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের অধীনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারী শুক্রবার সকালে দিনাজপুর আদর্শ কলেজে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উক্ত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের পরীক্ষা (জানুয়ারি-জুন/২০২১) অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমানসহ অনেকে।
প্রসঙ্গত, দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের অধীনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের জানুয়ারি-জুন/২০২১ সেশনে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন বিভাগে ১৪০ জনের মধ্যে ১৩০ জন প্রশিক্ষণার্থী পরীক্ষায় অংশ নেয়। এছাড়াও সেলাই বিভাগে অংশ নেন ৬ জন প্রশিক্ষণার্থী।
Leave a Reply