বজ্রকথা প্রতিনিধি।- সিলেটের শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ এবং পুলিশি হামলার প্রতিবাদে রংপুর নগরীতে তিন ছাত্র সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ের হল-ক্যাম্পাস বন্ধের অগতান্ত্রিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভিসি’র অপসারণ দাবি করা হয়।
সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী)ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নামের তিনটি ছাত্র সংগঠনের যৌথ উদ্যাগে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিটি নগরীর প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এক সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি আবু সালেহ মো. সিহাব, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রফ্রন্ট মার্কসবাদী মহানগর কমিটির আহবায়ক সাজু বাসফোর, ছাত্রফ্রন্ট মহানগর কমিটির আহবায়ক যুগেশ ত্রিপুরা ও সাধারণ সম্পাদক মৌ প্রমুখ।
Leave a Reply