গাইবান্ধ প্রতিনিধি।- দেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে শিক্ষা সহায়তামূলক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিলাইট’। শুক্রবার (১৪ জানুয়ারি) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে চর খোর্দ্দা ছড়া সংলগ্ন জামে মসজিদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষা আয়োজন করে বিলাইট।
এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিলাইটের সদস্য সচিব মাইদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিলাইটের আহবায়ক ও গাইবান্ধা সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান, তারাপুর ইউনিয়ন পরিষদের খোর্দ্দা ওয়ার্ডের সদস্য মোঃ শাহ আলম মিয়া প্রমুখ।
Leave a Reply