আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহরের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্তর্গত শেখপুরা (১৭নং রেলঘুন্টি) মহল্লা শাখা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) রাতে শহরের শেখপুরা এলাকায় মহল্লা আওয়ামী লীগের উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মহল্লা আওয়ামীলীগের সভাপতি মো. মনিরুজ্জামান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ।
এছাড়াও মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক শওকত আলী বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী বিশ্বাসসহ ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী। এর আগে সভায় ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply