রংপুর প্রতিনিধি।- মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরে মাল্যদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৭টা ১মিনিটে নগরীর বেতপট্রিস্থ রংপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান করেছে রংপুর জেলা যুবলীগ ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য মাসুদ রানা বিপ্লব, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য আবু নাসের টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আরমান হোসেন, শ্যামল গোস্বামী, রবিউল ইসলাম রবি, রানা মিয়াসহ রংপুর জেলা যুবলীগ নেতৃবৃন্দ। এতে সাবেক ছাত্রলীগ নেতবৃন্দও অংশ গ্রহণ করেন।
Leave a Reply