কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর-১ আসেনর সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন,‘আদিবাসীরা সমাজের একটি অংশ। তাই জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের এগিয়ে নিয়ে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ সাধারণ মানুষের জীবনযাত্রার মানন্নোয়নে সরকার বদ্ধপরিকর।
৩১ আগস্ট ২০২০ সোমবার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মুজিব বর্ষে “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” সমতল বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত কার্যক্রমের আওতায় নির্মিত গৃহ এর উদ্বোধনকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শুধু ভোট চাওয়া, ক্ষমতায় আসার রাজনীতি নয়, প্রতিটি সংকটে অতীতে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, তেমনি করোনা ভাইরাস সঙ্কট মোকাবেলার ক্ষেত্রেও জনগণের পাশে থেকে জয়ী হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, কাহারোল ওসি মনোজ কুমার রায়, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, রামচন্দ্রপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনাওয়াজ বাবু, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়, রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল, রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশীল চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে কাহারোল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষের চারা রোপন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
Leave a Reply