শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক ঐক্যের বন্ধনে অটুট- মনোরঞ্জন শীল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৬২ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক ঐক্যের বন্ধনে অটুট এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকার সুযোগ নেই। নিজ ধর্মকে ভালোবাসার সাথে সাথে অন্যের ধর্মকেও সম্মান করতে হবে। বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক সম্মানবোধই বঙ্গবন্ধুর সোনার বাংলা নিশ্চিত করবে। তিনি বলেন, বঙ্গবন্ধু ধর্মীয় বিভাজন মুক্ত সোনার বাংলা গড়ার জন্য সংগ্রাম করেছেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব বৈষম্য দূর করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩) রাতে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে পাহাড়পুর সায়বানতলী দূর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টেও উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, পাহাড়পুর সায়বানতলী দূর্গা মন্দিরের সভাপতি লক্ষী কান্ত রায়, তারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ।
আলোচনা সভা পরিচালনা করেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।
এদিকে কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে রসুলপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সাধুর বাজার স্পোটিং ক্লাবের আয়োজনে শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com