রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

সাদুল্লাপুরের ধাপেরহাটে পিকআপ ভর্তি পলিথিন জব্দ : আটক-২

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৪৫ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে পিকআপ ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ধাপেরহাট ফাঁড়ি পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়। ৮ মে শনিবার দুপুরে ধাপেরহাট পুলিশ তদনমশ কেন্দ্রর পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহামড়কের ধাপেরহাট বন্দর থেকে ওইসব পলিথিন জব্দ করা হয়। জানা যায়, ঢাকা থেকে পলিথিন ভর্তি পিকআপটি রংপুরের দিকে যাচ্ছিল। এরই মধ্যে ধাপেরহাট নামকস্থানে পিকআপটি পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশী অভিযানে নিষেদ্ধ পলিথিনসহ পিকআপটি জব্দ করা হয়। এসময় পিকআপে থাকা আবু মুছা ও বেলাল হোসেন নামের দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সেরাজুল ইসলাম বলেন, জব্দকৃত পলিথিনের মূল্য প্রায় ৫ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com