ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) থানার অফিসার্স ইনচার্য মাসুদ রানার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গেফতার করা হয়। এসময় ২০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন-নয়ন মিয়া (৩০), আবেদ আলী (২৮) রিপন মিয়া (২৮), মাহাবুর রহমান (৩৫) ও মাদক ব্যবসায়ী ইদ্রিস আলী সিদ্দিক। থানার অফিসার্স ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে আসামী নয়ন মিয়া (৩০), আবেদ আলী (২৮) রিপন মিয়া (২৮), মাহাবুর রহমান (৩৫) ও মাদক ব্যবসায়ী ইদ্রিস আলী সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ২০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদের গ্রেফতর করা হয়েছে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply