শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৩:৪৯ পূর্বাহ্ন

সারা দেশে পবিত্র শবেবরাত পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৬৪ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- হিজরি সাবান মাসের ১৪  তারিখ দিবাগত রাতকে শবে বরাত হিসেবে সারা দেশে পালন করা হয়েছে।

৭ মার্চ/২৩ খ্রিঃ মঙ্গলবার দিনগত পুণ্যময় এই রাতে সারা দেশের সকল মসজিদে মসজিদে ধর্মপ্রাণ বান্দাগণ মহান আল্লাহ কাছে পাপমুক্তির জন্য  প্রার্থণা  করেছেন।বান্দারা দোওয়া চেয়েছেন, মনের যত আকুতি  তা ব্যক্ত করেছেন আল্লাহর দরবারে। এদিন মসজিদে  হয়েছে ইসলাম ও শবেবরাত   নিয়ে বয়ান, হয়েছে মিলাদ  দোওয়া খায়ের।

মুসল্লীগণ বিগত বছরের ভুল ত্রুটির জন্য   ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। সারা রাতে তারা ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন।

এদিন রেওয়াজ অনুয়ায়ি আত্মীয়স্বজন, গরিব দুঃখিদের মধ্যে হালুয়া রুটি, মিষ্টান্ন বিতরণ করা হয়েছে।

পীরগঞ্জেও যথাযথ গুরুত্ব ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে দিনটি পালন করেছে এলাকার মানুষ।  তারা সারা বিশ্বের শান্তি কামনার পাশাপাশি দেশের উন্নয়ন , উন্নতি, সমৃদ্ধির জন্য দোওয়া করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com