ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের দায়িত্ব পালনে বেগবান করতে সুন্দরগঞ্জ থানা ও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে দুইটি পিক-আপ ভ্যান উপহার দিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার (২৫ জুলাই) দুপুরে থানা চত্বরে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের হাতে গাড়ি দুটির চাবি হস্তান্তর করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার , সাধারণ সম্পাদক আঃ মান্নান মন্ডল, দপ্তর সম্পাদক রাকীব মোঃ হাদীউল ইসলাম ও পৌর সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু প্রমুখ।
Leave a Reply