রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- ১৫ জুন/২২ খ্রি: বুধবার সুশাসনের জন্য নাগরিক সুজন রংপুর জেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ বেলা ১১ ঘটিকার সময় রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলে সুজনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন এর সভাপতিত্বে ও সুজনের সমন্বয়কারী রাজেস দে’র সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত দিনের কর্মকান্ড পর্যালোচনা করা হয়; এতে বক্তব্য রাখেন সুজনের মাহানগর কমিটির নব-নির্বাচিত সভাপতি খন্দাকার ফকরুল আনাম বেঞ্জু, বনমালী পাল, আফতাব হোসেন,জাকির আহমেদ, ইসরাত আরা, শামীমা আকতার শিরিন, সুলতান আহমেদ সোনা, সামসি আরা জামান, মেরিনা আহমেদ, রশিদুল সুলতান লাভলু, মোঃ আফছার আলী,শমসেয়ারা বিলকিস,আসাদুজ্জামান আফজাল, মোঃ মনজুয়ার রহমান, গোলাম সাজ্জাদ হায়দার, ইসমত আরা, মোঃ আহসান হাবীব, মতিয়ার রহমান, খাদেমুল ইসলাম প্রমুখ।
এর আগে সুজনের নিবেদিত ৪ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় আগামী ১৮ জুন শনিবার সুজনের কেন্দ্রীয় সন্মেলনে অংশ গ্রহন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেনকে সুজন রংপুর জেলা কমিটির সভাপতি ও মোঃ আফতাব হোসেনকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটি গঠন করা হয়েছে। শেষে সকল সদস্যগণ মধ্যান্য ভোজে অংশ নেন।
Leave a Reply