দিনাজপুর প্রতিনিধি ।- দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ২২ জানুয়ারী শনিবার দিনাজপুর শহরের পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতায় ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও শহর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম রমজান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি অনামিকা পান্ডে, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সভাপতি বিজয় কুমার দাস, সাবেক সাধারন সম্পাদক রাজু কুমার দাস, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসেনুর রহমান বিপ্লব, অর্থ সম্পদাক নয়ন কুমার, ১২নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আরমান হোসেন, দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সদস্য রুবাইয়া প্রমুখ। এ সময় আশরাফুল আলম রমজান বলেন, প্রতিবন্ধীদের সহযোগীতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রতিবন্ধীদের সার্বিক সহযোগীতায় সার্বক্ষনিক তৎপর রয়েছে। প্রতিবন্ধীরা যেন কোন অবস্থাতেই কষ্ট না পান সে ব্যাপারে হুইপ তার সহযোগীতার হাত প্রসারিত করেছে। প্রতিবন্ধীদের সকল ধরনের সহযোগীতা ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে।
Leave a Reply