রবিবার, ১৯ মে ২০২৪, ১০:০০ অপরাহ্ন

অসময়ে বৃষ্টি ইট ভাটায় ব্যাপক ক্ষতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- কয়লার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বেশির ভাগ ইট ভাটা চলতি মৌসুমে বন্ধ রয়েছে। তার উপর হঠাৎ অসময়ে টানা বৃষ্টির কারণে ইটভাটার ব্যাপক ক্ষতি সাধন ভাটা মালিকরা মাথায় হাত দিয়ে বসেছে। এ যেন মরার উপর খড়ার ঘাঁ। যার কারণে অবকাঠামো উন্নয়ন মারাত্মকভাবে ব্যহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা হতে শনিবার পর্যন্ত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার উপর দিয়ে হঠাৎ টানা বৃষ্টি প্রবাহিত হয়। সে কারণে জনজীবন বিপর্যস্তসহ ইটভাটা মালিক এবং আলু চাষিদের অপুরনীয় ক্ষতি সাধন হয়েছে। বর্তমান সমাজের সকল স্তরের মানুষজন ইটের ঘর তৈরি করতে সক্রিয় হয়ে উঠেছে। টিনের ঘরের প্রতি অনেকের আগ্রহ কমে গেছে। ঠিক সেই মর্হুতে নানা প্রতিকুলতায় ইট, রর্ড, সিমেন্ট ও বালুর দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় বিপাকে ঘর নিমার্ণকারিগণ। উপজেলার ভাটার পরিচালক আমিনুল ইসলাম (সাবেক মেম্বার) জানান, উপজেলার ২৪টি ইটভাটার মধ্যে কয়লার দাম বেড়ে যাওয়ায় ৫/৬টি ভাটা বন্ধ রয়েছে। হঠাৎ বৃষ্টির কারণে প্রতিটি ইটভাটায় ১৫ হতে ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
তিনি আরও বলেন, গত বছর কয়লার টন ছিল ১১ হাজার টাকা। চলতি মৌসুমে তা বেড়ে দাড়িয়েছে ২২ হাজার টাকা। কয়লার দাম বৃদ্ধির সুনিদিষ্ট কোন কারণ আজও জানা যায়নি। এভাবে কয়লার দাম বাড়তে থাকলে আগামিতে সকল ইটভাটা বন্ধ হয়ে যাবে। অবকাঠামো নিমার্ণকারী শ্যামপুর গ্রামের দুলা মিয়া জানান, বর্তমানে ১ নং এক হাজার ইটের দাম ১০/১২ হাজার টাকা। গত বছর যার দাম ছিল ৭/ ৮ হাজার টাকা। যে হারে ইটের দাম বাড়ছে, তাতে করে ইটের ঘর নিমার্ণ করা যাবে না। ঠিকাদার রউফ জানান. সিডিউল মোতাবেক ঠিকাদারী নির্মাণ কাজ করা সম্ভব হচ্ছে না। কারণ বর্তমানে ইটের দাম যে হারে বেড়ে চলছে তাতে করে ঠিকাদারী কাজ করে লোকসান গুনতে হবে। তিনি আরও বলেন, ইটের পাশাপাশি রড়, সিমেন্ট, বালুরও দাম বেড়ে গেছে। এভাবে সকল উপকরণের দাম বাড়তে থাকলে উন্নয়ন মারাত্মকভাবে ব্যহত হবে। উপজেলাবাসী জানান, প্রাকৃতি দুর্যোগে আসলে কার হাত থাকে না। অসময়ের বৃষ্টি ইটভাটার অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি সরকারের নজরে দেওয়া ও ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান,ইটভাটার পরিচালক আমিনুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com