রবিবার, ১১ মে ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

আগুন লাগিয়ে সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যাবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আগুন লাগিয়ে সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যাবে না। দেশের জনগণ যখন ভোট উৎসবে মাতোয়ারা। সে সময়ে বিএনপি বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছে। এতেই বোঝা যায় বিএনপি জনগণের উপর নির্ভর করে না। তারা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ড করে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা মার্কায় ভোট দিতে প্রস্তুত মানুষ। এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, উন্নয়ন চায়। এজন্যই শেখ হাসিনাকে আবার বিজয়ী করবে মানুষ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর ২০২৩) বিকেলে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পি, মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মো. জিয়াউর রহমান জিয়া, সাবেক সভাপতি মো. তাইজুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভাটির পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মাকছেদ্দুজ জামান সাজু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com