লক্ষ্য করা যাচ্ছে গ্রাম গঞ্জে শহরে বন্দরে করোনা যেন অবজ্ঞার বিষয় হয়ে দাড়িয়েছে। অনেকই ভাবছেন, গরম পড়চ্ছে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, মানুষ টিকা নিচ্ছে এবার লেজ তুলে পালাবে করোনাভাইরাস। দেখা যাচ্ছে দেশে মাক্স ব্যবহারের প্রবনতাও কমছে।
আমরা সবাই জানি ২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল সরকার। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘোষণা আসে। তার পর সারা দেশে হৈ চৈ পড়ে যায়। মানুষ কাজ ছেড়ে শহর ছেড়ে প্রাণ বাঁচাতে নিজ গ্রাম, নিজ ঠিকানায় ফিরতে শুরু করে। লকডাউন ঘোষণা করায় সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠান, কল কারখানা, অফিস, আদালত প্রায় বন্ধ হয়ে যায়।
রাস্তায় রাস্তায় পুলিশ, সেনাবাহিনীর টহল শুরু হয়। সকলেই করোনার ছোবল থেকে বাঁচতে ঘন ঘন হাত দোওয়া, চোখ,নাক,মুখে হাত না দেওয়া,হ্যান্ডশেক, কোলাকোলি থেকে বিরত থাকেন। মানুষ মসজিদ মন্দিরে পর্যন্ত যায়নি, জুম্মার নামাজ বাড়িতে আদায় করেছেন, ঈদের নামাজ হয়েছে মসজিদে। দূর্গাপুজা হলেও লোকসমাগম ছিল না। নিরাপদ দুরুত্ব বজায় রাখার বিষয়টি মেনে চলেছেন সকলে। মাক্স ছাড়া কেউ ঘরের বাইরে বের হতেন না। ঘরের জানালা দরোজা বন্ধ করে রাখা হতো। ঝাড়, ফুক,তাবিজ,কবজ, নিয়েছে লোকে। পানিপড়া পর্যন্ত খেয়েছে মানুষ। করোনাকে ঠেকাতে কালিজিরা, থানকুনি পাতার রস খেয়েছে পাবলিক। লেবুর রসে চা, আদা – লবঙ্গ চা পানসহ গরম জল খেয়েছে প্রায় সকলেই। স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায়নি। মাক্স ছিল নিত্য সঙ্গী। আমরা দেখেছি ২০২১ সালের জানুয়ারী মাস পর্যন্ত মাক্স ব্যবহারের প্রতি আগ্রহ থাকলেও মার্চ মাস থেকে মাক্স ব্যবহারের প্রবনতা কমছে। বর্তমানে হাট বাজারের পরিবেশ পরিস্থিতি দেখলে মনে হয়, সারা বিশ্বে করোনাভাইরাস তান্ডব চালালেও বাংলাদেশে যেন কিছুই হয়নি। বয়স্ক মুরুব্বীদের ভাব সাব তো অন্যরকম, তাদের কথা, এ দেশে করোনা ভাইরাস কিছুই করতে পারবে না। কিন্তু দেশে আবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১৪ ফেব্রুয়ারী /২১ রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক হাজার ১৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, দৈনিক শনাক্তের হিসাবে গত আড়াই মাসের মধ্যে এটা সর্বোচ্চ। এ ছাড়া গত ২০ দিনের মধ্যে আবার সর্বোচ্চ মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ১৮ জন। বিষয়টি উদ্বেগের।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ছয়জন নারী। যাদের একজন ১১ থেকে ২০ বছর বয়সী, পাঁচজন ৫১ থেকে ৬০ বছরের, ১২ জন ষাটোর্ধ্ব বয়সের। এর মধ্যে ১০ জন ঢাকা বিভাগে, পাঁচজন চট্টগ্রাম বিভাগে, দুজন রাজশাহী বিভাগে এবং একজন বরিশাল বিভাগে মারা গেছেন।
বিজ্ঞ মহলের কথা, করোনাকে অবহেলা করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ সবকিছু আগামীতে স্বভাবিক অবস্থায় দেখতে চাইলে, জনগণকে টিকা দেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতেই হবে।
Leave a Reply