বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১৫৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২৮ ফেব্রুয়ারী রবিবার সংবাদ সম্মেলনের মধ্যেমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি । গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শনিবার অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেছেন, ‘আমরা মনে করেছিলাম, সরকার স্থানীয় নির্বাচন অন্তত সুষ্ঠু করার ব্যবস্থা করবে আর নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার উদ্যোগ নেবে। কিন্তু এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদসহ পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচনে যা হয়েছে, তাতে আমরা হতাশ। এ অবস্থায় আগামীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে আমরা দলীয়ভাবে অংশগ্রহণ না করার ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি।’ ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই চরম প্রতিকূল অবস্থায়ও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে এই নির্বাচন কমিশন কোনো নির্বাচনই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার যোগ্য নয়। বর্তমান অনির্বাচিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করাই এই কমিশনের কাজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com