শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

ইউনিয়ন পরিষদ পরিচালনায় আরও দক্ষভাবে কাজ করতে হবে: রংপুরের জেলা প্রশাসক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৮৬ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন, ইএএলজি প্রকল্প শুরু থেকেই ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ আইন ও বিধিমালা মেনে কাজ করার এবং উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি কর্মকর্তা ও কর্মচারীগণের দক্ষতাবৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করার মাধ্যেমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরীর কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহতিায় ইউনিয়ন পরিষদরে নতুন নিয়োগকৃত হিসাব সহকারী-কাম-কম্পউিটার অপারেটরদের সক্ষমতা বদ্ধিতে সহায়তা করবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ এই প্রশক্ষিণ গ্রহন করার পর এখন থেকে ইউনিয়ন পরিষদ পরিচালনায় আরও দক্ষভাবে কাজ করতে পারবে। এ ধরনরে প্রশক্ষিণে কার্যক্রম আয়োজন করায় ইএএলজি প্রকল্পের কর্তৃপক্ষকে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
গতকাল সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পউিটার অপারটেরদরে ইউনিয়ন পরিষদ পরিচালনা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ২ দিন ব্যাপী প্রশক্ষিণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক এসব কথা বলেন।
দুই দিন ব্যাপি প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের আইন, গুরুত্বর্পূণ বিধি-বিধান এবং পরিষদের র্কাযক্রম ও বিভিন্ন সভা পরিচালনা প্রক্রিয়া, হিসাব সংরক্ষণ, নথি ব্যবস্থাপনা, ক্রয় ব্যবস্থাপনা, রাজস্ব সংগ্রহ ও আর্থিক প্রতবিদেন বিষয়ে ধারণা প্রদান করা হয়। প্রশক্ষিণে সহায়ক হিসেবে জেলা প্রশাসক, উপ-পরচিালক স্থানীয় সরকার ছাড়াও এলজিএসপি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসলিটিটের মো: কামরুল হাসান এবং ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসলিটিটের মো: মতিউর রহমান। এখানে উল্লেখ্য যে, সুইস ডেভলপমেন্ট কোঅপারেশন-এসডিসি, এমবেসি অফ ডেনমার্ক-ড্যানিডা এবং ইউএনডিপি এর আর্থিক ও কারিগরি সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ইএএলজি প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো- স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট অংশীদের সক্ষমতার মাধ্যমে অংশগ্রহণমূলক স্থানীয় উন্নয়ন তরান্বিত করা। প্রশিক্ষণ রংপুর জেলার ইএলজি প্রকল্পভুক্ত ১৭ টি ইউনিয়ন পরিষদের নতুন নিয়োগ প্রাপ্ত ১৭ জন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com