শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে পলাতক আসামীসহ গ্রেফতার -৪ রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত রংপুর বিভাগে এখনো ভোটের মাঠে এমপির স্বজনরা   বৃষ্টির আশায় গাইবান্ধায় ‘সালাতুল ইসতিসকার নামাজ আদায় বিরামপুরে সমন্বিত খামার বায়োগ্যাস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত স্ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক্টরচাপায় প্রাণ গেল গৃহবধূর

উন্নয়ন মেলায় পুলিশের স্টল নিয়ে কিছু কথা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৩৭ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।- ‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ শ্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জ উপজেলায় দু’দিনের উন্নয়ন মেলা ২৮ মার্চ/২১ খ্রি: রবিবার শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ মার্চ শনিবার পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা শুরু হয়। মেলায় গত বছরের তুলনায় লোকজনের উপস্থিতি কম হলেও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের বেশকটি স্টল ছিল। এর মধ্যে পীরগঞ্জ থানার স্টলে সব চেয়ে বেশী লোকসমাগম দেখা গেছে। কারণ পীরগঞ্জ থানা পুলিশ তাদের স্টলকে সাজিয়েছিল নানা উপকরনে, তাই স্টলটি ছিল আকর্ষণীয়। হয়তো সে কারনেই লোকজন সেখানে ভীড় করেছে। আমার ধারনা, পুলিশ সম্পর্কে এখনো নানা রকম কৌতহল রয়েছে মানুষের। আগে মানুষ জানত পুলিশ মানে খাকি পোষাক,লাঠি আর রাইফেল। কিন্তু বাংলাদেশের পুলিশ যে আর সেই পুলিশ নেই সেটা কিন্তু অনেকের কাছেই অজানা ছিল বা আছে। আমি নিজেও অবাক হয়েছি এই কারনে যে, দিনে দিনে পুলিশ এতো দুর অগ্রসর হয়েছে সেটা বুঝতেই পারিনি। আমার মত অনেকই হয়তো ভাবতো পুলিশের শুধু পোষাক বদল হয়েছে। থানায় দালান কোঠার পরিবর্তন হয়েছে। ৩০৩ রাইফেলের পরিবর্তে উন্নত অস্ত্রযুক্ত হয়েছে। থানায় থানায় কিছু যানবাহনের সংখ্যা বেড়েছে, জনবল বৃদ্ধি পেয়েছে, তাদের বেতন ভাতা সুযোগ বেড়েছে। পুলিশ কিছু ভালো কথা বলছে এই আরকি !কিন্তু না, পীরগঞ্জ থানার পুলিশ উন্নয়ন মেলায় যা দেখিয়েছে, যা বলেছে তাতে বলা যায়, বাংলাদেশের পুলিশ এখন অনেকটা আধুনিক এবং প্রযুক্তিগত দিক থেকে অগ্রসরমান।তারা আচার আচরণে ভালো মানুষ এবং মানবিক!এই ফাঁকে বলে রাখি আমরা ছোট বেলায় পুলিশকে খুব ভয় পেতাম। কারণ দুষ্টমী করলে, জেদ ধরলে দাদী নানীরা এমন কি মা- বাবাও ভয় দেখাতেন এই বলে “এই চুপ কর পুলিশ আসবে কিন্তু”। এ কথাও সত্য এক সময় পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণাও প্রচলিত ছিল! অথচ এখনকার পরিবেশ পরিস্থিতি অন্য রকম।পুলিশ আর ভয় দেখানো বস্তু নয়। ভীন গ্রহনের এলিয়েন নয়। তারাও আমাদের মত মানুষ, বাংলাদেশের মানুষ , শিক্ষিত মার্জিত মানবিক মানুষ। আমরা বিশ্বাস করি “পুলিশ সারা রাত জেগে থাকে বলে আমরা নিরাপদে ঘুমাই”। মজার বিষয় হচ্ছে, পুলিশকে মানুষ এখন ভয় পায়না। পুলিশ এখন বন্ধু হয়ে গেছে। পুলিশ বিভাগে ভালো পরিবারের শিক্ষিত যুবকরা যোগ দিয়েছে। তাই আচার আচরণে পুলিশের পরিবর্তন এসেছে। সাধারণ মানুষও পুলিশের প্রতি শ্রদ্ধা প্রর্দশন করছে। সেদিন উন্নয়ন মেলায় দেখেছি পুলিশের স্টলে বড়দের পাশাপাশি কিশোর যুবকদের ভীড়। শিশুরাও যাচ্ছে ওই স্টলে কারন পুলিশের স্টলে গেলে শিশু – কিশোরা লজেন্স পাচ্ছে। নানা রকম উপকরণ দেখতে পাচ্ছে, সাথে সাথে পুলিশ বিভাগের কর্মকান্ড সম্পর্কে অজানা তথ্য জানতে পারছে লোকজন। সেদিন দেখলাম স্টলটির সন্মুখে দারোগা জিয়া মার্জিত ভাষায় ডিএনএ কীট সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিচ্ছেন একজন অভিজ্ঞা শিক্ষকের মত। পুলিশ-জনতার সম্পর্ক বিষয়ে দর্শনার্থীদের অবহিত করছিলেন। জনগনের কি করনীয়, আর পুলিশের কি দায়িত্ব সেটা বোঝাছিলেন। এছাড়াও এদিন মেটাল ডিটেক্টরের কাজ, জাল নোট শনাক্ত করণ মেশিন, পুলিশের রায়ট সামগ্রী,বুলেট প্রæফ জ্যাকেট, নতুন জিডি ফরম, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, হাতের ছাপ নির্ধারণ করণ পাউডার, বিট পুলিশিং সম্পর্কে ধারনা ও বই প্রদর্শন করেন তিনি। এ ছাড়ও করেনা মোকাবেলায় পুলিশ কি করছে , এবং আমাদের কি করা উচিত সে সস্পর্কে কথা বলেন দারোগা জিয়া। এ সময় মহিলা পুলিশ সমস্যরা শিশুদের চকলেট দিচ্ছিলেন, লোকজনদের বিট পুলিশিং এর লিফলেট ধরিয়েদেন। যারা মাস্ক ছাড়া এসেছে তাদেরকে মাস্ক সরবরাহ করেন। আমাদের বিশ্বাস আগামীতে দেশের স্কুল,কলেজগুলোতে পুলিশ যদি একক ভাবে এমন প্রদর্শনীর আয়োজন করে,তাদের কাজ কর্ম সম্পর্কে বক্তব্য রাখেন তা হলে বাংলাদেশের পুলিশ সাধারণ মানুষের আরো কাছাকাছি পৌছে যাবে। ভবিষ্যৎ নাগরিক শিশু কিশোর যুবকদের সংকটে নির্ভরযোগ্য আশ্রয়স্থল হয়ে উঠবে বাংলাদেশ পুলিশ। আশা করি কর্তারা বিষয়টি ভেবে দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com