শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রায়পুর ইউপি পরিষদে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে পলাতক আসামীসহ গ্রেফতার -৪ রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত রংপুর বিভাগে এখনো ভোটের মাঠে এমপির স্বজনরা   বৃষ্টির আশায় গাইবান্ধায় ‘সালাতুল ইসতিসকার নামাজ আদায় বিরামপুরে সমন্বিত খামার বায়োগ্যাস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত স্ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক্টরচাপায় প্রাণ গেল গৃহবধূর

কটিয়াদীতে ৪৪টি পূজা মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৪৭ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- নীল আকাশে সাদা মেঘের ভেলা নদীতীরে সাদা কাশ ফুল আর সকালে সিসির ভেজা শিউলী ফুল বাংলার প্রকৃতির এই রুপই জানান দিচ্ছে বাঙ্গালী হিন্দুদের শ্রেষ্ট ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পুজার। প্রানঘাতি করোনার আবহে গত বছর থেকেই দুর্গোৎসবের ছন্দ পতন ঘটেছে। এ বছরও করোনা সংক্রমন রুখতে জুলাই থেকে সারাদেশে লক ডাউন শুরু হলে পুজার অনুমতি মিলবে কিনা সে নিয়ে শংকায় ছিলেন আয়োজক গন। লক ডাউন সিথিল ও করোনা সংক্রমন কমতেই পুজার আয়োজনের প্রস্তুতি ছন্দে ফিরেছে। পুজার বাকী হাতে গোনা কয়েকদিন। ফলে এখন ব্যস্ত সময় পার করছেন আয়োজন ও প্রতীমা শিল্পীরা। কয়েকদিন পরই প্রতীমার গায়ে পড়বে রঙের আঁচর। জানা গেছে ,এ বছর কটিয়াদী উপজেলায় ৪৪টি পুজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্টিত হবে। এর মধ্যে কটিয়াদী পৌরসভায় ১৬টি, আচমিতা ইউনিয়নে ৫টি,মসুয়ায় ৬টি, মুমরদিয়ায় ৮টি,বনগ্রামে ৩টি, ধুলদিয়াতে ৪টি এবং করগায়ে ২টি পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠী তীথিতে দুর্গাপুজার শুভারম্ভ এবং ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতীমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসব। শনিবার উপজেলার বিভিন্ন মন্দিরে সরেজমিনে গিয়ে প্রতীমা শিল্পীদের কর্ম ব্যস্ততার চিত্র। শিল্পীদের শৈল্পিক ছোয়ায় তৈরী হচ্ছে একেকটি প্রতীমা। পৌর সদরে প্রতীমা তৈরীর কাজে আসা নেত্রকোনার কলমাকান্দার শিল্পী রুহিদাস পাল। তিনি জানান বছর জুলাই তথা বাংলা আষাঢ় মাসে প্রতীমা তৈরীর বায়না হয়ে যায়। এ বছর তা হয়নি। লক ডাউন সিথিল হলে আগষ্টের মাঝামাঝি ৫টি প্রতীমা তৈরীর বায়না পেয়েছি। তাই প্রতীমা তৈরীর কাজ শুরু হয় দেরিতে। একটি প্রতীমা তৈরীতে ১৫-১৬দিন সময় লাগে। এ সময়ের মধ্যে প্রতীমা তৈরীর কাজ শেষ করতে হবে। সকাল থেকে গভীররাত পর্যন্ত কাজ করছি। এখন নিঃস্বাস ফেলার সময় নেই। স্থানীয় প্রতীমা শিল্পী নারায়ন পাল জানিয়েছেন, সারাটা বছর দুর্গাপুজার জন্য অপেক্ষা করে থাকি। সংসার প্রতি পালন হয় দুর্গা প্রতীমা তৈরীর আয় থেকে। প্রতি বছর ১২-১৫টি দুর্গা প্রতীমা তৈরী অর্ডার পেতাম। করোনার কারনে গত বছর এ সংখ্যা ৭ এ নেমে আসে। পাশাপাশি প্রতীমা নির্মানের মজুরীও কমে গেছে। সময়ের সাথে জীবন যাত্রার ব্যায় বাড়লেও সে অনুযায়ী প্রতীমা তৈরীর মজুরী বাড়েনি। তারপরও বাপ দাদার পেশা টিকিয়ে রাখতে জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছি। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কটিয়াদী উপজেলা শাখার সভাপতি দীলিপ কুমার সাহা বলেন,গত বছর এ উপজেলায় ৩৮টি পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর ৪৪টি পুজা মন্ডপে দুর্গাপুজার আয়োজন চলছে। করোনার কারনে এবারও স্বাস্থ্য বিধি মেনে পুজা করতে হবে। আসন্ন দর্গোৎসব নির্বিঘেœ অনুষ্ঠান করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস পেয়েছি। কটিয়াদী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন বলেন, উপজেলার ৪৪টি পুজা মন্ডপে দুর্গোৎসব সুষ্ঠু ভাবে উদযাপনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com