শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে ভারত ফেরত মা ও দুই ছেলে সৈয়দ নজরুল মেডিকেলে কোয়ারেন্টাইনে

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ১৫৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- ভারত থেকে কিশোরগঞ্জে এসেছেন একই পরিবারের তিনজন। রোববার রাতে তারা কিশোরগঞ্জে পৌঁছার পর পুলিশের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রাত সোয়া ১০টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা। তারা মা ও দুই ছেলে। কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া প্রথম মোড় এলাকার বাসিন্দা মায়ের বয়স ৫৩ বছর এবং তার এক ছেলের বয়স ২৮ ও আরেক ছেলের বয়স ১৬ বছর। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। জানা গেছে, মা ও দুই ছেলে চিকিৎসার জন্য ভারতের ভেলোরে অবস্থান করছিলেন। রোববার তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এর আগে তিনজনের মধ্যে দুইজন শুক্রবার ও একজন শনিবার (৮ মে) ভারতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করার জন্য দেন এবং তিনজনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে তারা রোববার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত অতিক্রমের পর তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এবং কিশোরগঞ্জ জেলার সীমানায় প্রবেশের পর কিশোরগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ শহরে পৌঁছান এবং রাত সোয়া ১০টার দিকে সরাসরি তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জানান, ভারত ফেরত তিনজনকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com