শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

খেরপট্টির স্বপ্ন ভঙ্গ করে সেমিতে উপশহর পুরাতন ৬ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- খেরপট্টির স্বপ্ন ভঙ্গ করে সেমিতে উপশহর পুরাতন ৬ ব্লক দলের খেলোয়াড়েরা।

১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার দিনাজপুর শহরের উপশহর ৩ নং মিতালী মাঠে বিকেল সাড়ে ৩টায় উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট-২০২১-এর ১৬ তম খেলায় উপশহর পুরতন ৬ নম্বর ব্লক দলের ১৩ নং জার্সি পরিহিত খেলোয়াড় শানুর জোড়া গোলে উপশহর খেরপট্টির স্বপ্ন ভঙ্গ করে সেমিতে উপশহর পুরাতন ৬ নম্বর ব্লক ।

খেলার শুরুতেই সমিকরণটা এমনি ছিল সেমিতে উঠতে হলে উপশহর ৭ /এ ব্লককে চার শুন্য গোলে হারাতে হবে। না হলে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা খেরপট্টি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে।

উপশহর পুরাতন ৬ নম্বর ব্লক দলের আধিনায়ক জাহিদুল ইসলাম অভিজ্ঞ খেলোয়ার ফরিদুল ও পারভেজ কে কাজে লাগিয়ে সহজে জয় ছিনিয়ে এনেছে। শুরু থেকেই খেলার মুল ধারায় সেরাটা উপহার দিয়ে বিজয় নিয়ে মাঠ ছেড়েন তারা।

উপশহর পুরাতন ৬ নম্বর ব্লকের হয়ে ১৩ নং জার্সি পরিত খেলোয়াড় শানুর জোড়া গোল, ৬ নং জার্সি দলের অধিনায়ক জাহিদুল ইসলাম ১ টি ও ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় রাব্বীর ১ টি গোল করে চার শুন্য তে উপশহর ৭/এ ব্লককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলার যোগ্যাতা অর্জন করেছে তারা।

এর আগে খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাবেক ফুটবলার ও উপশহর মিতালি সংঘ এর সাবেক সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক আবু তাহের, নেয়ামতউল্লাহ, গরীব নেওয়াজ দুলাল, সমাজ সেবক কামরুলহাসান ভুট্টু, এস এম মুন্না, প্রান্ত,আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ। খেলা পরিচালনা রেফ্রারী ওবায়দুর রহমান, সীমান্ত প্রহরী মোতাহার হোসেন, ফয়জার।

খেলাটি প্রাণবন্ত করার জন্য এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করার লক্ষ্যে খেলার বিরতির পর প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

প্রসঙ্গত, ১ জানুয়ারি ২০২২ বিকেল ৪টায় দিনাজপুর উপশহর মিতালী সংঘ খেলার মাঠে উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট-২০২১-এর উদ্বোধন উদ্বোধন করেন উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট কমিটির আহবায়ক ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com