রংপুর থেকে প্রতিনিধি।-রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাপের বাড়ি থেকে শ^শুরবাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর গত আট দিনেও সন্ধান মেলেনি গৃহবধু আদুরী রানী মহন্তের (২৯)। তার সঙ্গে থাকা এক বছরের ছেলে সন্তানেরও কোন খোঁজ পাওয়া যায়নি।
তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে স্ত্রী ও সন্তানের খোঁজ না পেয়ে পাগল প্রায় গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ফুলবাড়ির চওড়া গ্রামের স্বামী মিলন চন্দ্র মহন্ত।
মিলন চন্দ্র মহন্ত জানান, তার স্ত্রী আদুরী রানী মহন্ত (২৯), এক বছরের ছেলে সন্তানসহ গত ২৬ জুন বিকেলে তার শ^শুর বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গণেশ কাঁঠালী গ্রাম থেকে তার শ^শুরের জমি বিক্রয়ের ৫০ হাজার টাকা নিয়ে অটোযোগে বাড়ি আসতে থাকেন। পথিমধ্যে তারা পূর্ব দলিরাম ডিসির মোড় নামক স্থানে অটো থেকে নামেন। এর পর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের কাছে থাকা মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি আরও জানান, আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তাদের সন্ধান পাননি। এ বিষয়ে তার চাচা শ^শুর রবীন্দ্র নাথ মহন্ত গত ২৬ জুন কিশোরগঞ্জ থানায় একটি জিডি করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, আমরা জিডির সূত্র ধরে খোঁজ করছি। এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply