ছাদেকুল ইসলাম।- টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট এবং যমুনাসহ গাইবান্ধার সব নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। এর সঙ্গে দেখা দিয়েছে জেলার চরাঞ্চল মানুষের মাঝে বন্যা আতঙ্ক।পানি উন্নয়ন বোর্ডও জানিয়েছে, আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে গাইবান্ধায় বন্যার সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, যমুনা নদীবেষ্টিত সাঘাটা উপজেলার হলদিয়া, পালপাড়া, চিনিরপটল, চকপাড়া, পবনতাইড়, থৈকরপাড়া, বাশহাটা, মুন্সিরহাট, গোবিন্দি, নলছিয়া ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত নিম্নাঞ্চল ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, গজারিয়া, খাটিয়ামারী, ইউনিয়নের চরাঞ্চলের বেশিরভাগ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর, কাপাসিয়া, তারাপুর, বেলকা, হরিপুর ও শ্রীপুর গ্রামে পানি প্রবেশ করেছে।
সাঘাটা উপজেলার হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী জাগো নিউজকে জানান, প্রতি বছর বন্যায় হলদিয়া ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়। এ বছরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছ। গত চারদিনের পানি বৃদ্ধি দেখে মনে হচ্ছে চলতি সপ্তাহে বন্যা দেখা দিতে পারে। নিম্নাঞ্চলের বিভিন্ন ফসল তলে যাওয়ায় পাট কাটতে ব্যস্ত পাট চাষিরা।
গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের রুহুল আমিন জানান, বৃষ্টি ও কাটাখালি নদীর পানির চাপে কাটাখালি ও আলাই নদী বেষ্টিত নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামের স্কুল শিক্ষক মমিনুল ইসলাম জানান, যেভাবে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি হচ্ছে তাতে আগামী দু-তিন দিনের মধ্যে বন্যা দেখা দিয়ে উঁচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করবে।সুন্দরগঞ্জ উপজেলার কাশিম বাজার গ্রামের ব্যবসায়ী মামুনি মিয়া বলেন, ‘সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পানির বৃদ্ধির ফলে বন্যার পানি বাড়ছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বিভিন্ন ফসল তলিয়ে গেছে।’
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, ঘাঘট নদীর পানি শহর পয়েন্টে বিপদসীমার ১৬০ সেন্টিমিটার নিচ দিয়ে ও ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ১২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, ঘাঘট ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী আগামী ৮ থেকে ১০ জুলাই গাইবান্ধা বন্যার দেখার দেয়া সম্ভাবনা আছে।
Leave a Reply