ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা। দুপরে তিনি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের বেক্সিমকোর সোলার পাওয়ার প্লান্ট প্রকল্প, ফুলছড়ি উপজেলার বালাসিঘাটে অভ্যন্তরীন নৌরুটের টার্মিনাল নির্মাণ কাজ ও সাঘাটা উপজেলার উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন । এসময় তার সাথে অতিথি সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা , অবসরপ্রাপ্ত সিআইপি ইকবাল হোসেন চৌধুরী , বৌদ্ধ কল্যান ট্রাষ্টের সভাপতি দয়াল কুমার বড়ুয়া , অবসরপ্রাপ্ত মেজর শিবলী সাদিক। সুন্দরগঞ্জের মেয়র আব্দুল¬া জেলা পরিষদের সদস্য মাজেদা বেগম, আবু হান্নান সহ আরো অনেকে।
পরিদর্শন শেষে গাইবান্ধা সাঘাটা উপজেলার ঘুরিদহ ইউনিয়নে শীতবস্ত্র বিতরন করেন। এসময় অতিথিরা গাইবান্ধা জেলার সাফল্য ও উন্নয়ন দেখে অতিথিরা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতার ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply