ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- রাষ্ট্রায়াত্ত্ব ছয় চিনিকলে আখমাড়াই বন্ধের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ আখচাষী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ ডিসেম্বর মঙ্গলবার এই কর্মসূচি পালিত করে।
সম্প্রতি ছয়টি চিনিকলে মাড়াই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আখ চাষী ও চিনিকল শ্রমিকরা।
তবে এসব চিনিকলে আখ মাড়াই বন্ধ থাকলেও কর্মীদের কাউকে ছাঁটাই করা হবে না বলে আশ্বস্ত করেছে শিল্প মন্ত্রণালয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় চিনিকল থেকে আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা মিছিল নিয়ে মহিমাগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এতে স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
Leave a Reply