ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালীন ৫ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার মহিমাগঞ্জ আলীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩ জন ও মহিমাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।এ তথ্য নিশ্চত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক।
তিনি বলেন, পরীক্ষা চলাকালীন সময় ওইসব শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন ও নকল কপি পাওয়া বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কক্ষ পরিদর্শকের দায়িত্ব অবেহলার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে এইসব অপরাধে কারও নাম জানায়নি তিনি।
Leave a Reply