বজ্রকথা প্রতিবেদক।-রংপুরের পীরগঞ্জ উপজেলাধীন ৪নং কুমেদপুর ইউনিয়নের আওয়ামীলীগ সেক্রেটারী লাবু মিয়া কতিপয় গ্রামবাসীর হাতে লাঞ্জিত হয়েছেন।
সারেজমিন গিয়ে জানা গেছে, ওই ইউনিয়নের একটি সড়কে এইচবিবি’র কাজ শুরু হলে ঠিকাদার সৌরভ বিশেষ চুক্তির ভিত্তিতে রাস্তায় ইট সরবরাহের দায়িত্ব দেন লাবু মিয়াকে। এরপর সড়কের জন্য ভাইয়ের ইটভাটা থেকে লাবু মিয়া নিম্নমানের ইট সরবরাহ শুরু করলে গ্রামবাসী তাতে আপত্তি জানায়।
এনিয়ে গত ১২ মার্চ বাকবিতন্ডার একপর্যায়ে লাবু মিয়া গ্রামবাসীয়র উপর চাড়াও হলে গ্রামবাসীও তাকে কিল ঘুষি মেরে আহত করে। পরে আহত অবস্থায় লাবু মিয়া রংপুর হাসপাতালে ভর্তি হন।
এ ব্যাপারে লাবু মিয়ার সাথে কথা হলে, তিনি বজ্রকথাকে জানান, গ্রামবাসীর উপর তিনি চাড়াও হননি আর নিম্ন মানের ইটও সরবরাহ করেননি; বিশেষ কারো ইঙ্গীতে তাকে মেরে আহত করা হয়েছে।
Leave a Reply