বজ্রকথা ডেক্স।- চার বছর পর গত ১৮ আগস্ট/২১ খ্রি: অনুষ্ঠিত সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন, কোনো দফতরে দুর্নীতি হলে সেই মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায় নিতে হবে সংশ্লিষ্ট সচিবকেই।
এদিন রাজধানীর আগারগাঁও পরিকল্পনা বিভাগের সম্মেলনকক্ষে সচিব সভা সকাল ১০টায় শুরু হয়ে বেলা ৩টায় শেষ হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের পরিচালনায় বৈঠকে ১৩টি বিষয়ে ১৭ জন সচিব বক্তব্য রাখেন। অসুস্থতায় একজন সচিব বৈঠকে অংশ নিতে পারেননি।
বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেছেন, সচিবরা মন্ত্রণালয়ের প্রিন্সিপ্যাল অ্যাকাউন্টিং অফিসার। সুতরাং ইমোরাল প্র্যাকটিস বা মিসইউজ হলে সংশ্লিষ্ট সচিবকেই দেখতে হবে। দেশকে এগিয়ে নিতে সরকার যেসব উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে, তার যথাযথ বাস্তবায়নে কাজ করতে হবে।
এদিন সচিব সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ সম্পর্কে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া দরকার এবং খুব দ্রæত ব্যবস্থা নিতে হবে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, স্কুলগুলোও। কারণ বাচ্চারা ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে। সেদিকে নজর দেওয়া দরকার। কোভ্যাক্সসহ বিভিন্ন উৎস থেকে করোনাভাইরাস প্রতিষেধক ২১ কোটি ডোজ টিকা পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০১৭ সালের ২ জুলাই।
Leave a Reply