হারুন উর রশিদ ।- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন আধুনিক উন্নত এবং অগ্রগতির বাংলাদেশের রূপকার। দেশের সার্বিক উন্নয়নের প্রত্যেকটির ভিত্তি রচনা করেছিলেন তিনি, যা এখন বাস্তবে রূপ নিচ্ছে। তার আমলে যে সুশাসন ছিল, যে শান্তি ছিল তা এখন নেই। সেজন্য এরশাদের আদর্শ ও পরিকল্পনা বাস্তবায়নে বৃহত্তর রংপুরের সব সংসদীয় আসনে বিজয়ী করতে হবে। সেই জন্য এখন থেকেই মাঠে-ময়দানে জাতীয় পার্টির নেতাকর্মীদের কাজ করতে হবে।
রবিবার বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে প্রয়াত রাষ্ট্রপতি, সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মহানগর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির ও সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, জাতীয় ছাত্র সমাজের মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-আহ্বায়ক আল আমীন সুমন, মুহিন সরকার প্রমুখ। পরে এরশাদের কবরের পাশে পবিত্র কুরআন খতম এবং মিলাদ মাহফিল এবং তার রুহের মাগফেরাতর কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে এরশাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়রসহ অন্যান্য নেতারা। এছাড়াও প্রয়াত রাষ্ট্রপতি, সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর নগরী ও সদর উপজেলা ছাড়াও বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply