শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ইনার হুইল ক্লাব অব দিনাজপুর অফিস পরিদর্শনে সংস্থার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও সেক্রেটারি সিঙ্গাপুরে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের বিনিয়োগ রোডশো কে হচ্ছেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগ আচারণবিধি লংঙ্ঘণ করায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জরিমানা  পলাশবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ী উপজেলার খাদ্য গুদামে ইরি-বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন হোপ ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা  মধুমাস জ্যৈষ্ঠের আগমন পলাশবাড়ীতে বিক্রী হচ্ছে পাকা আম জাতীয় ভাবে “স্বপ্নজয়ী মা” নির্বাচিত হলেন জামালপুরের

জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে মহান মে দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৮ বার পঠিত

মোঃ ইউসুফ আলী।- সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতেও মহান মে দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মে বুধবার সকাল ১০ টায় দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূর-এ-আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোহাঃ আবুল বাসার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ প্রমুখ। এরপর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সম্মানীত অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি সুলতানা বুলবুল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোহাঃ আবুল বাসার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত। শ্রমিক প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী। মালিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহির শাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ হারুন-উর-রশিদ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আজ মহান মে দিবস শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দিন। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘন্টা কর্ম দিবসের দাবীতে আন্দোলন করতে গিয়ে ১০ থেকে ১২ জন শ্রমজীবী মানুষ নিহত হন। শ্রমজীবী মানুষের এই আত্মত্যাগ সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে তোলে। দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীর এই যৌক্তিক আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ১৮৯০ সালে শিকাগোর শ্রমিক হত্যার প্রতিবাদ বার্ষিকী আর্ন্তজাতিকভাবে পালনের প্রস্তাব করা হয়। মুহূর্ত সেই সময় থেকেই ১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালনের সূচনা হয়। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে সরকারীভাবে মে দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে জাতির উদ্দ্যেশে দেওয়া এক ভাষনে মে দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষনা করেন। সেই থেকেই স্বাধীন বাংলাদেশে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com